শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পদ্মায় ডুবে যাওয়া ফেরি আট দিন পর উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

পদ্মায় ডুবে যাওয়া ফেরি আট দিন পর উদ্ধার

উদ্ধার হওয়া ফেরি রজনীগন্ধা -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া ফেরি আট দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ফেরিটি উদ্ধার করে পাটুরিয়া প্রান্তে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সেই সঙ্গে নিখোঁজ শেষ ট্রাকটিও উদ্ধার করা হয়। এর মাধ্যমে ফেরি ও যানবাহন উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। রজনীগন্ধা ফেরিতে থাকা এক ট্রাকচালক জানান, অতিরিক্ত লোডের কারণে ফেরিটি নদীতে ডুবে গেছে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ১৭ জানুয়ারি রজনীগন্ধা ফেরি নয়টি যানবাহন নিয়ে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার অদূরে ফেরিটি নোঙর করতে বাধ্য হয়। সকাল সাড়ে ৮টার দিকে নয়টি যানবানসহ ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা হলেও ইঞ্জিনের সহকারী চালক হুমায়ুন কবীর নিখোঁজ হন। পাঁচ দিন পর তার লাশ ঘটনাস্থলের প্রায় ১২ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। দায়িত্বশীল প্রকৌশলীরা উদ্ধার ফেরিতে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ত্রুটি না পেলে আবার এটি বহরে যুক্ত করা হবে।

সর্বশেষ খবর