ফেনীর সোনাগাজীর মোস্তাফিজুর রহমান খোকা। ১৪ বছর আগে গায়ে হলুদের দিন নিখোঁজ হন তিনি। অবশেষে তাকে ফিরে পেল পরিবার। খোকা সোনাগাজী উপজেলার পালগিরি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সন্তান ফিরে পেয়ে পরিবারে বইছে আনন্দের জোয়ার। ২০১০ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ছিল তার গায়ে হলুদের নির্ধারিত সময়। বাড়িতে চলছিল হলুদের আয়োজন। হলুদের পাঞ্জাবি কেনা না হওয়ায় খোকা রওনা দেন শহরের দিকে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। না পেয়ে তারা শরণাপন্ন হয় পুলিশের। থানায় করা হয় নিখোঁজ ডায়েরি। জাতীয় দৈনিকে দেওয়া হয় বিজ্ঞাপন। ১৪ বছর পর খোকার সন্ধান পেয়ে গত বৃহস্পতিবার রাঙামাটির তবলছড়ি থেকে তাকে বাড়ি নিয়ে আসে পরিবার। খোকার বোন বিবি রহিমা জানান, কিছুদিন আগে তাদের পাশের বাড়ির আকাশ রাঙামাটিতে ভাইকে দেখেন। বিষয়টি তাকে জানালে ভাইকে ফিরে পেতে তার সহযোগিতা নেন। ভিডিও কলে খোকাকে দেখেই চিনে ফেলেন রহিমা। পরিবারের সদস্যরা জানান, খোকা ১৪ বছর আগের কিছু বলতে পারছে না। আমাদের ধারণা, কেনাকাটার জন্য ফেনী যাওয়ার পথে মলম পার্র্টির খপ্পরে পড়ে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। খোকা বলেন, ‘আমি এত দিন রাঙামাটি ছিলাম। সেখানে মিস্ত্রির কাজ করতাম। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত। বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বলতাম জানি না। বিয়ে করেছি কি না জানতে চাইলেও বলতাম জানি না।’