ঈদুল আজহার বাকি ১৫ দিন। এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাট-বাজারে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। খাবারের ও অন্যান্য জিনিসের দাম বাড়ায় এবার গরু-ছাগলের দামও চড়া। জানা যায়, বগুড়ার বিভিন্ন কোরবানির হাটে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ী ও খামারিরা দেশি-বিদেশিসহ ছোট-বড় গরু ও ছাগল হাটে তুলছেন। অনেকে আগে থেকেই পছন্দ অনুযায়ী পশু কিনছেন। গত শুক্রবার উত্তরাঞ্চলের অন্যতম কোরবানির হাট মহাস্থান হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে গরু ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বগুড়ার অন্য হাটের চেয়ে এখানে গরু বেশি আসে বলে ক্রেতারাও ছোটেন এই হাটে। গরু পর্যাপ্ত থাকলেও হাটে ছাগলের সংখ্যা ছিল কম। গত বছর যে গরুর দাম ৮০ হাজার টাকা ছিল এবার সেই গরুর দাম ৯০-৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ওই দিন শহরতলি বনানী হাটেও গরু-ছাগল ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শহরের লোকজন এই হাট থেকে বেশি কোরবানির পশু কিনে থাকেন। এ ছাড়া দুপচাঁচিয়ার ধাপেরহাট, পেরিহাটসহ অন্যান্য পশুর হাটগুলোতেও প্রচুর গরু-ছাগল উঠছে। ক্রেতা আকৃষ্ট করতে মালা পরিয়ে সাজানো হয়েছে বড় বড় গরু। মহাস্থান হাটে গরু বিক্রি করতে আসা নাজমুল হক জানান, পশুখাদ্যের দাম বেড়েছে। খড়ের দাম দ্বিগুণ হয়েছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর দাম বেড়েছে। এই হাটে গরু কিনতে আসা আনিছুর রহমান মিঠু জানান, গত বছর ঈদুল আজহার হাটের চাইতে এ বছর মহাস্থান হাটে গরুর দাম বেশি মনে হচ্ছে। এই হাটে সব ধরনের গরু-ছাগল উঠেছে। এদিকে বগুড়ায় ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য ৭ লাখ ৩৫ হাজার পশু প্রস্তুত রয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও বিক্রি হতে পারে এসব পশু। একই সঙ্গে বেড়েছে খামারির সংখ্যা। ঈদ ঘিরে খামারিরা এখন লাভের আশায় দিন গুনছেন। বগুড়ায় কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুতকৃত পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছরীন পারভীন জানান, গত বছরের চেয়ে বগুড়ায় প্রস্তুত পশুর সংখ্যা বেশি। এ বছর জেলায় যে পরিমাণ কোরবানির পশুর চাহিদা রয়েছে তার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ২৯ হাজার ১৫৫টি। আগের যে কোনো সময়ের চেয়ে বগুড়ায় পশু প্রতিপালনের হার বেড়েছে। জেলায় কোরবানির পশুর কোনো সংকট হবে না।
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া