ঈদুল আজহার বাকি ১৫ দিন। এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাট-বাজারে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। খাবারের ও অন্যান্য জিনিসের দাম বাড়ায় এবার গরু-ছাগলের দামও চড়া। জানা যায়, বগুড়ার বিভিন্ন কোরবানির হাটে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ী ও খামারিরা দেশি-বিদেশিসহ ছোট-বড় গরু ও ছাগল হাটে তুলছেন। অনেকে আগে থেকেই পছন্দ অনুযায়ী পশু কিনছেন। গত শুক্রবার উত্তরাঞ্চলের অন্যতম কোরবানির হাট মহাস্থান হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে গরু ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বগুড়ার অন্য হাটের চেয়ে এখানে গরু বেশি আসে বলে ক্রেতারাও ছোটেন এই হাটে। গরু পর্যাপ্ত থাকলেও হাটে ছাগলের সংখ্যা ছিল কম। গত বছর যে গরুর দাম ৮০ হাজার টাকা ছিল এবার সেই গরুর দাম ৯০-৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ওই দিন শহরতলি বনানী হাটেও গরু-ছাগল ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শহরের লোকজন এই হাট থেকে বেশি কোরবানির পশু কিনে থাকেন। এ ছাড়া দুপচাঁচিয়ার ধাপেরহাট, পেরিহাটসহ অন্যান্য পশুর হাটগুলোতেও প্রচুর গরু-ছাগল উঠছে। ক্রেতা আকৃষ্ট করতে মালা পরিয়ে সাজানো হয়েছে বড় বড় গরু। মহাস্থান হাটে গরু বিক্রি করতে আসা নাজমুল হক জানান, পশুখাদ্যের দাম বেড়েছে। খড়ের দাম দ্বিগুণ হয়েছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর দাম বেড়েছে। এই হাটে গরু কিনতে আসা আনিছুর রহমান মিঠু জানান, গত বছর ঈদুল আজহার হাটের চাইতে এ বছর মহাস্থান হাটে গরুর দাম বেশি মনে হচ্ছে। এই হাটে সব ধরনের গরু-ছাগল উঠেছে। এদিকে বগুড়ায় ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য ৭ লাখ ৩৫ হাজার পশু প্রস্তুত রয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও বিক্রি হতে পারে এসব পশু। একই সঙ্গে বেড়েছে খামারির সংখ্যা। ঈদ ঘিরে খামারিরা এখন লাভের আশায় দিন গুনছেন। বগুড়ায় কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুতকৃত পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাছরীন পারভীন জানান, গত বছরের চেয়ে বগুড়ায় প্রস্তুত পশুর সংখ্যা বেশি। এ বছর জেলায় যে পরিমাণ কোরবানির পশুর চাহিদা রয়েছে তার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ২৯ হাজার ১৫৫টি। আগের যে কোনো সময়ের চেয়ে বগুড়ায় পশু প্রতিপালনের হার বেড়েছে। জেলায় কোরবানির পশুর কোনো সংকট হবে না।
শিরোনাম
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি
- এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!
- যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার
- স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই