গাজীপুরের টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে এ সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- কাজী মনির, কাজী মুন্না, কাজী ইফতি, কাজী শাওনসহ আটজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গতকাল বাদ জুম্মা ঘোষণা করেন সভাপতি কাজী নূরুল আমিন বাবু। কমিটির সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান খোকা মতোয়াল্লিকে বাদ দিয়ে কমিটি ঘোষণা দেওয়ায় বাধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। কমিটির সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান খোকা বলেন, সভাপতি কাউকে না জানিয়ে গোপনে কমিটি করে নিজে ঘোষণা দেন। এ ব্যাপারে সভাপতি কাজী নূরুল আমিন বাবু বলেন, দীর্ঘদিন কমিটি ছিল না। কাজী খোকা মসজিদের জমি দখল ও অনিয়ম ফাঁস হওয়ার ভয়ে নতুন কমিটি তারা মেনে নিতে পারছেন না।
টঙ্গী পূর্ব থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) জাহাঙ্গীর বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। উপজেলার বিদ্যাধরপুরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও অমেদুল ইসলাম গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ হয়। কোটচাঁদপুর থানার ওসি আল-মামুন জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যাধরপুর গ্রামের তালতলা বিলের জমি দখল নিয়ে বলুহর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও অমেদুল ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এর জেরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। আহত হন চেয়ারম্যান গ্রুপের খায়রুল ইসলাম (৩৫), ইয়ারুল ইসলাম (৩৩), তরিকুল ইসলাম (৩০) সাদ্দাম হোসেন (২৮), আনোয়ারা খাতুন (৭০), সাগরিকা খাতুন (২৬) এবং অমেদুল ইসলামের পক্ষের সুন্নত মন্ডল (৬৫), আবদুর রাজ্জাক (৫০), মফিজুর রহমান (৪৮), আমিনুর রহমান (২৮) ও আসাদুল ইসলাম (৫০)। তাদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।