শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। তারা সম্পর্কে খালাতো ভাই। ধর্মপুর গ্রামে নানা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে গত বৃহস্পতিবার বেড়াতে যান দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। গতকাল বেলা ১১টা থেকে নিখোঁজ ছিল মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর