সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সকাল ১১টায় আমরা সিরাজগঞ্জবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সাবেক এমপি রোমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাইদুর রহমান বাচ্চু, হারুন-অর-রশিদ খান হাসান প্রমুখ।