কুষ্টিয়ার খোকসায় চার শিশুকে চাপা দেওয়া মাইক্রো বাসচালক কাবের আলীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে মেহেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাবের আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আমতৈল গ্রামের সারোয়ার উদ্দিনের ছেলে। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান গতকাল সকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের খোকসা শিমুলিয়ায় স্থানীয় মক্তব থেকে বাড়ি ফেরার সময় পাঁচ শিশুকে চাপা দিয়ে মাইক্রোচালক কাবের পালিয়ে যান। এতে মারা যায় মিম খাতুন (১২), তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯)। আহত ফাতেমা খাতুন (৯) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই মশিউর রহমান খোকসা থানায় মামলা করেন।