দুর্নীতি প্রতিরোধে গাইবান্ধায় শপথ নিয়েছেন ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ শতাধিক নাগরিক। গতকাল দুপুরে সদর উপজেলার এসকেএস ইননের ব্যানকুয়েট হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার আয়োজনে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভায় তারা এই শপথ নেন।
সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) প্রায় দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।