নালিতাবাড়ীর পানিহাটায় ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল নদীতে ডুবে যায় তারা। বিকালে ডুবুরি দল দুজনের লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা হলো- ময়মনসিংহ সদর উপজেলার হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সাজিদ ও হালুয়াঘাটের আহমদ আলীর কলেজ পড়ুয়া ছেলে মিহান।
হালুয়াঘাটে নানা বাড়িতে পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে আসে তারা। গতকাল কয়েকজন ভোগাই নদীতে নামে সাঁতার কাটতে। তখন তারা স্রোতে ভেসে যায়।