টেকনাফের নাফ নদে দুই দফায় নদের মোহনায় মাছ শিকারের সময় আরাকান আর্মি ৪টি ইঞ্জিন নৌকাসহ ১৯ জেলেকে অপহরণ করেছে। গতকাল সকাল ও দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এবং নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ছয় বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি। গতকাল সকাল ৮টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার খুইল্যা মিয়ার ছেলে কালা মিয়া (৩০), সৈয়দ আলমের ছেলে নুরুল আলম (৩৯), শামসুল আলমের ছেলে আবদুর রহমান (১৯), সোলতান আহমদের ছেলে আবুল কালাম আহমদ (২৯), ফয়জুল করিমের ছেলে মো. লাইল্যা (১১), আবদুল আমিনের ছেলে কবির আহমেদ (৪৩), কবির আহমদের ছেলে মো. ইউনুছ (২৩), সোনা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩৪), রশিদ আহমদের ছেলে লুৎফুর রহমান (২৩) এবং আবদুল মান্নানের ছেলে রহিম উল্লাহ (২১) দুটি ইঞ্জিন নৌকা নিয়ে শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় মাছ শিকারের সময় আরকান আর্মি এসে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপরদিকে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অপহৃতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। এর আগে ধরে নিয়ে যাওয়া ছয় জেলেকে এখনো ছেড়ে দেয়নি। এ ছাড়া শাহপরীর দ্বীপের মাঝপাড়ার দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন মাঝপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর। তিনি জানান, তার ঘাটের দুটি নৌকার মো. কালাইয়া এবং জাফর আলমের মালিকাধীন নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা নাফ নদে মাছ শিকারে যান। ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনলাম। বিজিবির সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
- পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
- পলকের প্রেমে পাগল সাইফপুত্র ইব্রাহিম? স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির
- ছাদে খেলাই কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থী ইমনের জীবন
- অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিন হতে পারবেন না শাবি অধ্যাপক হিমাদ্রি
- ভারত-পাকিস্তানকে উত্তেজনা হ্রাসের আহ্বান যুক্তরাষ্ট্রের
- শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
- কেনিয়ায় চলন্ত গাড়িতে গুলি করে এমপিকে হত্যা
- ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১৫ হাজার সেনা, হতাহত ৪,৭০০
- ৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
- আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
- ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
- শুল্কনীতির প্রভাবে মার্কিন অর্থনীতি সংকুচিত, বাইডেনকে দুষলেন ট্রাম্প
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি