কুয়াকাটা সৈকতে অপরিকল্পিতভাবে ফেলা জিওব্যাগ পর্যটকের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাগ ছিঁড়ে বেরিয়ে এসেছে বালু। অনেক জিওব্যাগের ওপর শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। কোথাও কোথাও ব্যাগ সরে হয়েছে ছোট-বড় গর্ত। পর্যটকরা জোয়ারের সময় সমুদ্রে গোসলে নেমে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ঈদের ছুটিতে অর্ধশতাধিক পর্যটক আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে। পর্যটক জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও সৈকতের অবস্থা খুবই খারাপ। যেখানেসেখানে বালুভর্তি জিওব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো শ্যাওলা পাড়ে পিচ্ছল হয়ে আছে। বিভিন্ন স্থানে পুরোনো স্থাপনার অংশবিশেষ জেগে উঠেছে। দুর্ঘটনার আশঙ্কা করেছেন তিনি। অপর পর্যটক সিফাত বলেন, এসব জিওব্যাগ থেকে বালু বেরিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সৈকতের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি জোয়ারের সময় গোসলে নেমে অনেকে আহত হচ্ছেন। ইউএনও রবিউল ইসলাম বলেন, পুরোনো স্থাপনার অংশ বিশেষ এবং জিওব্যাগ অপসারণে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হবে। শুধু জিওব্যাগ ফেলে সাগরের অব্যাহত ভাঙন রোধের এই চেষ্টা কেবলই অর্থের অপচয় দাবি পর্যটকসহ স্থানীয়দের। তারা জানান, স্থায়ীভাবে কাজ না করে জিওব্যাগ ফেলে বরং সৈকতের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনা ও ভোগান্তি বাড়ছে। এতে ভ্রমণপিপাসুরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নেবেন আশঙ্কা তাদের। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ, সাগরের প্রবল জোয়ার আর ঢেউয়ে বালু ক্ষয়ের কারণে প্রতি বছর ভাঙছে কুয়াকাটা সৈকত। বিলীন হচ্ছে এলাকার বিভিন্ন স্থাপনা। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সৈকত রক্ষার নামে পাউবো কয়েক দফায় কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে তেমন কাজে আসেনি। উল্টো খানাখন্দের কারণে পর্যটকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ