২২ মে বাজারে আসবে নওগাঁর আম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল আম সংগ্রহের সময়সূচি নির্ধারণী সভা শেষে ডিসি আবদুল আউয়াল এ সময়সূচি ঘোষণা করেন। বৈঠকে আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, তারিখ অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। মূলত ভোক্তাদের পরিপক্ব ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যমুক্ত আম খাওয়ার জন্য জাতভেদে সংগ্রহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। আম বিক্রির আশা করা হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। সভায় বলা হয়, ২২ মে থেকে শুধু গুটি বা স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে।