ব্রহ্মপুত্র নদে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মারা গেছেন কাশ্মীর রহমান নীলা (১৭) নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছোট বোন নিহা (৯)। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে।
নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। সে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মিনি কক্সবাজারখ্যাত পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল নীলা ও নিহা। ছোট একটি ডিঙি নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলার ছোট বোন নিহা এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।