বগুড়ার সারিয়াকান্দিতে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন আনিছ সমিতির পরিচালক। এ ঘটনায় গতকাল উপজেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ছাড়া পরিচালককে গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগও দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি সদরের পারতিত পরল গ্রামের আনিছুর রহমানের কাছে মাসিক সমিতি করেন ২ শতাধিক গ্রাহক। সাত বছর ধরে তারা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা জমা দেন। সম্প্রতি সে টাকা নিয়ে উধাও হন আনিছ। টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রাহকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, গ্রাহকদের একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।