রেলগেট নির্মাণের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওয়াপদা পুরানবগুড়া এলাকায় রেলপথ অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় তিন ঘণ্টা সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কিছু দিন আগেই আমাদের এক ভাই ট্রেনের ধাক্কায় মারা গেছেন। আর কোনো সহপাঠীর এমন মৃত্যু চাই না। অবিলম্বে কলেজের সামনে দুটি রেলগেট নির্মাণ করে গেটম্যান নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হলে অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত ৬ জুলাই ওয়াপদা এলাকার অরক্ষিত রেলগেটে ট্রেনের কাটা পড়ে এক শিক্ষার্থী নিহত হন।