বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে চিম্বুক সড়কের ১৩ মাইলের রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উরকান ম্রো (৭১), তার মেয়ে তুমলে ম্রো (১৭) এবং রওলেং ম্রো (৩৫)। বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, রাংলাইপাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। তখন বৈদ্যুতিক তারে জড়িয়ে একই পরিবারের দুজনসহ তিন নারীর মৃত্যু হয়। স্থানীয়রা একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। বাকি দুই নারীর লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল আজিজ (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন বিকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি উপজেলার দরজিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী জানান, প্রতিবেশীর ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।