গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১৩-এর পাঁচ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় ফাঁকা গুলি ও রাবার বুলেট। কিশোরীকে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। হামলার ঘটনায় ২৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত র্যাব সদস্যরা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গ্রেপ্তাররা হলেন- কামারদহ ইউনিয়নের চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে লিয়ন বাবু (২১), তার সহযোগী একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মুন্না ইসলাম (২১) ও তোফায়েলের ছেলে তাজুল ইসলাম (৩২)। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করেছে র্যাব। সরকারি কাজে বাধা ও র্যাব সদস্যদের আহতের অভিযোগ এনে মামলা করা হয়েছে।