শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে ১৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেল থেকে সন্দেহজনক কাঠের নৌকা আটক করা হয়। প্রায় ৮০ হাজার টাকা মূল্যের সিমেন্টসহ তাদের আটক করা হয়।