ঝালকাঠির নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামে নদীভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। ভাঙনের কবলে পড়ছে বসতঘর, ফসলি জমি, স্কুল, মসজিদ ও মাদরাসার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবিতে গতকাল ভাঙন কবলিত স্থানে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে।
যা কিছু অবশিষ্ট আছে সেগুলো নিয়েও রয়েছে চরম শঙ্কা। এলাকায় কোনো বেড়িবাঁধ না থাকায় বর্ষা বা বন্যা এলেই পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যায়। এখনই নদীভাঙন রোধে ব্যবস্থা না নিলে উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে।