অবশেষে জেলেদের মুখে হাসি ফুটেছে। সাগরে নির্বিঘ্নে মাছ ধরে জেলেরা কূলে ফিরেছেন। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে নানান প্রজাতির মাছ। জেলেদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মাছে ভরপুর কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। গতকাল থেকে সতর্ক সংকেত পেয়ে ফিশিং ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। তবে ভরা মৌসুমেও ইলিশের দাম বাড়তি।
কক্সবাজার মৎস্য কেন্দ্রে দেখা যায়, পুরো মৎস্য অবতরণ কেন্দ্রজুড়ে মাছ আর মাছ। ইলিশ, রিটা, সুরমা, পোপাসহ নানান প্রজাতির মাছ বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। তবে ইলিশের পরিমাণ কম। ট্রলার মাঝি আবদুল হক জানান, জালে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। তবে ভরা মৌসুমেও ইলিশের পর্যাপ্ত দেখা মিলছে না। জেলেরা যে অল্প পরিমাণে ইলিশ পাচ্ছেন, তার দাম হাঁকাচ্ছেন আকাশচুম্বি। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, বৈরী পরিবেশের কারণে সাগরে দীর্ঘ সময় ট্রলার নামতে না পারায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা রয়েছে।