বগুড়া সদরে বাঁশের খুঁটি পুঁতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে ২৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন হাটের ইজারাদার। তবে দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা।
জানা গেছে, সদর উপজেলার সাবগ্রাম হাটের তেঁতুলতলা সড়কের নির্মাণকাজ চলছে। সম্প্রতি সড়কটিতে টিনের ছাউনি ও বাঁশের খুঁটি পুঁতে দখলের চেষ্টা করছেন স্থানীয় সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলম। এতে জনসাধারণের চলাচলে বিঘ্নসহ হাটের ক্ষতি হচ্ছে। হাটের ইজারাদার আবদুল কাইয়ুম সরকার জানান, ওই তিন ব্যক্তি সড়কের জায়গা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে ২৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, হাটের ইজারাদার জোরপূর্বক আমাদের বসতবাড়ির জায়গার ওপর অবৈধভাবে হাট বসিয়ে বসতবাড়ির ক্ষতি করছেন। আমরা সড়কের জায়গা দখল করিনি। সড়কে আমাদের প্রায় ৭ ফুট জায়গা বেশি নেওয়া হয়েছে। ব্যক্তিগত জায়গায় হাট না বসানোর জন্য ২২ জুলাই বগুড়া পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি। সদর ইউএনও মো. আবদুল ওয়াজেদ জানান, বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।