ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার কালীগঞ্জের ছুটি রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জর্জ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। শ্রীপুর থানার ওসি আবদুল বারিক জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জর্জ।