নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। নিহত শোভা আক্তার (১৯) উপজেলার সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে। এলাকাবাসী জানান, শোভার সঙ্গে উপজেলার সনমান্দী ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের মোহাম্মদ রায়হানের বিয়ে হয় চার বছর আগে। সে বেকার থাকায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। মঙ্গলবার রাতে ও গতকাল সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। দুপুরে শোভার বাবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘুমন্ত অবস্থায় তার মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রায়হান। ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শোভার মা মানছুরা বেগমের অভিযোগ, রায়হান কাজকর্ম করত না। তাদের বাড়িতে এসেই থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হতো। রায়হান তার মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক।