রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে গতকাল সকালে মিছিল শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে শেষ হয়। মৌন মিছিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে তারা শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে যানজট সৃষ্টি হয়। যাত্রী-চালকরা পড়েন ভোগান্তিতে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে সংকট নিরসনে ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে এলেও কাজ হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা আবাসন, শিক্ষক রুম, ক্লাস রুম, পাঠাগার, হলরুম, খেলার মাঠসহ নানা সংকটে ভুগছেন।