গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে মেহেদী হাসানের মৃত্যুরহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মেহেদী হাসান ফাঁসিতে ঝুলে আত্মহত্যা নয়, নেশার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার পর তাকে ঝুলিয়ে রাখা হয়। ওই ঘটনায় মেহেদী হাসানের তিন বন্ধুকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে পুলিশ এসব জানায়। গ্রেপ্তাররা হলেন-একই এলাকার শিপন (২৫), উজ্জল (২১) ও স্বয়ন (২৩)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শিপন, উজ্জল ও স্বয়ন মিলে মেহেদীকে হত্যার কথা স্বীকার করেছে। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, গ্রেপ্তারদের গতকাল আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।