বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে কুমিল্লার লালমাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বাগমারা বাজারে এ কর্মসূচির নেতৃত্ব দেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর মো. ইকরামুল হক মজুমদার। তিনি বলেন, ৩১ দফা জাতির মুক্তির সনদ। এটি বাস্তবায়নে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।