চাঁদপুর শহরে শনিবার রাতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া। আটকরা হলো- শাওন, রায়হান, শামিম, রাহাত, সৈকত, হামিম ও তাসদি তোহা। ওসি বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। সবাই কিশোর গ্যাং নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।