বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল উপজেলার সোনাপুর এলাকার মধুমতী নদী সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ছোটবড় সব ধরনের মাছ ধরা হয়। যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করে।