মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের দক্ষিণপাড়ায় প্রভাবশালী এক ব্যক্তির পুকুর খননের কারণে বসতবাড়ি ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে চারটি পরিবার। স্থানীয়রা জানায়, সহগোলপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাহেব কয়েকদিন ধরে ভেকু মেশিন দিয়ে বসতবাড়ির একেবারে কোলঘেঁষে পুকুর খনন করছেন। ভুক্তভোগী হাসান আলী বলেন, ‘বাপ-দাদার জমিতে বহু বছর ধরে বসবাস করছি। কিন্তু সাহেব বসতবাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে। সামান্য বৃষ্টি বা কম্পনে পাড় ধসে ঘরবাড়ি পুকুরে চলে যেতে পারে। আমরা পরিবারসহ চরম আতঙ্কে আছি।’ পুকুরের মালিক আবদুল কুদ্দুস বলেন, ‘এটি আমার বাপ-দাদার সম্পত্তি। আমার পুকুর আমি খনন করব, এর জন্য সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’ এ বিষয়ে কাথুলী ইউনিয়নের ভূমি কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুর খননে অবিলম্বে অনুমতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’