ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। শহরের পৌর এলাকার কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্সের এএফসিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ১০০ জন রাজমিস্ত্রী অংশ নেন।
সম্মেলনে জানানো হয়, বসুন্ধরা সিমেন্ট শতভাগ গুণগতমান নিশ্চিত করে। এটি সর্বোচ্চ শক্তিমাত্রার সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটাররাইজড পদ্ধতি অনুসরন করে। দেশের সবচেয়ে পড় আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু এপ্রোচ রোড, মেগা পাওয়ার প্লান্ট প্রকল্পের মতো বড় বড় স্থাপনার কাজে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশে সবচেয়ে বেশি ৫.০৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করছে বসুন্ধরা। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তি নির্ভর ভি আর এম, যা সিমেন্টের সূক্ষ্মতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী সরোজ কুমার বড়–য়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাহমুদুর রহমান, মেসার্স খলিল এন্টারপ্রাইজের পরিচালক মো. আনেয়ার পারভেজ। সিমেন্টের গুণাগুণসহ অন্যান্য বিষয়ে কথা বলেন বসুন্ধরা সিমেন্টের এক্সিকিউটিভ (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী মো. শরীফুল ইসলাম। এছাড়া ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মনিরুল ইসলাম, প্রজেক্ট সার্ভিস প্রকৌশলী মো. শাওন ইসলাম, টেরিটরি সেলস অফিসার (ব্রাহ্মণবাড়িয়া-১) সুমন কর, টেরিটরি সেলস অফিসার (ব্রাহ্মণবাড়িয়া-২) হোসেন ফাহিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা