বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আপনি কতটুকু লিখবেন কতটুকু লিখবেন না এ স্বাধীনতা আপনার বিবেকের। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিতে আঞ্চলিক সংবাদপত্র গুর’ত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা রাষ্ট্রের শিরা উপশিরার মত কাজ করছে। বাংলাদেশে সাংবাদিকতা অনেক বেশি স্বাধীন।’ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে নিরপেক্ষ না থেকে দেশের জন্য, ৭১ এর জন্য, ৩০ লাখ শহীদের জন্য কথা বলতে হবে।’
তিনি আজ শনিবার সকালে সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিললের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশে হলুদ সাংবাদিকতা বিষয়ে প্রেস কাউন্সিলের সদস্য আকরাম হোসেন খান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে ড. উত্পল কুমার সরকার আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মুনিরা সুলতানা, দৈনিক করতোয়া সম্পাদক ও প্রেস কাউন্সিল সদস্য মোজাম্মেল হক। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ