লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের কৃষক শামছুল ইসলামকে (৩০) হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, তালহাটি গ্রামের জয়নাল আবেদীন (৬০) ও আবুল বাশার (৫০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শামছুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার