শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামে নাঈম তালুকদার (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে বাড়ির কাছের একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে দেওভোগ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ৭ নভেম্বর থেকে সে নিখোঁজ হয়।
বুগিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দার বলেন, নাঈম তিনমাস ধরে আমাদের স্কুলে অনুপস্থিত ছিল। কারা যেন তাকে হত্যা করে বস্তায় ভরে বাড়ির পাশের ডোবায় ফেলে রাখে।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, স্কুল ছাত্রকে কেন, কি কারণে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার