জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জরিনা বেগম, শাহজাহান, নুরুল বিশ্বাস, জিয়া, শরিফুল জোয়ারদার, আব্দার রহিমসহ ১০ জন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাড়গ্রামে মাঠের ৭৭ শতক ফসলি জমি নিয়ে একই গ্রামের নুরুল বিশ্বাস ও শরিফুল জোয়ারদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০১