ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের মাঠে কৃষাণী বেদানা বেগমের ক্ষেতে ব্রি ধান-৫১ কর্তনের মধ্য দিয়ে সাড়ম্বরে নবান্ন উৎসবসহ কৃষি দিবস উদযাপিত হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কম্বাইন্ড হারভেষ্টার দিয়ে শস্য কর্তনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ্ মোহাঃ আকরামুল হক, ডিডি স্থানীয় সরকার মন্ত্রণালয় ঝিনাইদহ আবু ইউসূফ মোঃ রেজাউর রহমান, এডিসি জেনারেল আব্দুর রউফ মন্ডল, এডিসি রেভিনিউ খাদেজা বেগম, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা নাজমুল আহসান ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ওসমান গণি, ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বিএফএ’র সভাপতি হাজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কৃষিবান্ধব সরকারের আন্তরিক উদ্যোগে কৃষকেরা কৃষি বিভাগের সহযোগীতায় নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করছেন। এতে করে ঝিনাইদহে ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা প্রশাসক এ উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য জোর পরামর্শ দেন। তাই কৃষকসহ সংশ্লিষ্টরা অনাবিল আনন্দের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করেন। শেষে পিঠা, পায়েস খাওয়া ও সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মোঃ মনিরুজ্জামানের কবিতা পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০২