দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে পৃথক সড়ক দুঘর্টনায় একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রাম নামক স্থানে ভটভটির সঙ্গে ধাক্কা লেগে মোকছেদ (৫৫) নামের একজন নিহত হয়।
নিহতের বাড়ি ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামে। এসময় নিহতের ছেলে মাসুদ (৩৫) গুরুত্ব আহত হয়।
অপরদিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী পল্লী বিদ্যুৎ নামক স্থানে বৈদর গ্রামের কাঞ্চা মহরী (৫৬) নামের একজন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৩