ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের শিমুলতলা বাজার এলাকা থেকে ৪ বছর বয়সী শিশু জোনায়েদের লাশ উদ্ধার করেছে পুলিশ। জোনায়েদ গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। এটি হত্যা না পানিতে পড়ে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর মানাইর ইউনিয়নের ইসমাইল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের জনৈক শাহিন মাতুব্বরের ৪ বছর বয়সী শিশু জোনায়েদ রবিবার নিখোঁজ হয়। জোনায়েদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় জোনায়েদের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা তার পরিবারকে জানান। পরিবারের সদস্যরা জোনায়েদের লাশ বলে সনাক্ত করে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল রির্পোটের পরই মৃত্যুর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ