চাঁপাইনবাবগঞ্জে আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে আজ জেলা প্রশাসন বেলা আড়াইটায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবান্ন উৎসবের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এসময় পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখার উদ্দিন শামীমসহ সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নবান্ন উৎসবে নতুন ধানের চালের তৈরী বিভিন্ন সুস্বাধু খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৪