নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গচিত্র করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে মঞ্জুর হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বুড়িরচর ইউনিয়নের জোড়াখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জুর হোসেন ওই ইউনিয়নের জোড়াখালি গ্রামের মোজাহের হোসেনের ছেলে। এ ব্যাঙ্গ চিত্রের ঘটনায় মঙ্গলবার দুপুর ১টার দিকে হাতিয়া থানা পুলিশ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন।
হাতিয়া থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, মঞ্জুর হোসেন বেশ কয়েক দিন থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গচিত্র করে স্ট্যাটার্স দিয়ে আসছিলো। পরে মঙ্গলবার সকালে জোড়াখালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ