গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম খেলা হচ্ছে লাঠিখেলা। আর এ লাঠিখেলা দেখতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল সোমবার বিকালে মাগুরা শালিখা উপজেলার বড় থৈ পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে।
স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ বিশ্বাস। বক্তব্য রাখেন সিংড়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এস আই শাহনুর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জাগরনী’র পাবলিক রিলেশন কর্মকর্তা হাসিব নেওয়াজ, সমন্বয়কারি ইমদাদুল হোসেন প্রমুখ। লাঠিখেলা দেখতে ৫ সহস্রাধিক গ্রামবাসী সেখানে উপস্থিত হয়।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব