কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রশাসনের নির্দেশে অন্তত অর্ধশত স্থাপনা স্বেচ্ছায় অপসারণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার এসব স্থাপনা অপসারিত হয়। গত ৩০ অক্টোবর কুয়াকাটা সৈকতের পূর্বপাশের পিকনিক স্পটের পাশে ফার্মস এন্ড ফার্মস এর নারিকেল বাগান লাগোয়া ১৮ টি স্থাপনা তোলা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাগান এবং পিকনিক স্পট দেখভালের দায়িত্বে থাকা কুদ্দুস এসব স্থাপনা স্থানীয় সরকারি দলের কয়েকজনের যোগসাজশে তোলেন। এর আশপাশেও গড়ে ওঠে অসংখ্য স্থাপনা। এনিয়ে পত্রিকায় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ওইসব স্থাপনার মালিকদের সরিয়ে নিতে বললে তারা অন্তত অর্ধশত স্থাপনা সরিয়ে নেয়। তিনি এও জানান, বাকি স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় তোলা হয়েছে কয়েকশত ছোট-বড় স্থাপনা।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৮