কুয়াকাটায় পূণ্যস্নানে আগত তিন সংখ্যালঘু কিশোরকে মারধর করে মোবাইল ফোনসহ সর্বস্ব হাতিয়ে নেয়ার একদিন পর মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগ এক নেতা তা ফেরৎ দিয়েছে। পুন্যস্নানের কিছুক্ষণ আগে (সোমবার ভোর রাতের দিকে) ওই তিন কিশোর সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পূর্বদিকে গিয়ে ৯ ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় তিনটি মোবাইল ফোন, নগদ টাকাসহ সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়।
মারধর ও ছিনতাইয়ের শিকার হওয়া কিশোর কমল শীল ও সুলভ বেপারী জানায়, তারা দুজনসহ সুলভের ছোট ভাই স্মরণ রাস মেলায় ভোর রাতে সৈকতের পূর্ব দিকে ঝাউ বনের দিকে হাটছিল। হঠাৎ একদল যুবক তাদের কাছে গাঁজা থাকার অভিযোগ তুলে দেহ তল্লাশী ও মারধর শুরু করে। একপর্যায়ে তিনটি মোবাইল ফোন, মানিব্যাগসহ সর্বস্ব হাতিয়ে নিয়ে তারা সটকে পড়ে। ঘটনার শিকার হওয়া ওই তিন কিশোরের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে। সোমবার সকালে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মনিরুজ্জামানকে বিষয়টি জানালে তিনি এবং মহিপুর থানার উপ পরিদর্শক সায়েম ছিনতাইকারীদের সনাক্ত করতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে মোবাইল তিনটি ফেরত দেওয়া হয়।
এ ব্যাপারে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদ দেওয়ান সাংবাদিকদের জানান, 'আমার ছোট ভাই তুহিনের নাম বলা হয়েছে। এ ঘটনায় সে জড়িত নাই। আমি রাখাইন মিঠুর কাছ থেকে ফোন উদ্ধার করে দিয়েছি।'
মহিপুর থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া কিশোরদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৯