প্রেমের বিয়ে নিয়ে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ১৮ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা এলাকায় আরিফ আকনের সাথে একই এলাকার কাকলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে জের ধরেই দু'জনে বছর দুয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
কিন্তু প্রেমের বিয়ে কাকলির পরিবার মেনে নেয়নি। ১৮ দিন আগে এই দম্পতির ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। রবিবার কাকলি তার বাবার বাড়ি বেড়াতে আসলে ওই বাড়ি থেকে শিশুটি নিঁখোজ হয়। এঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছিল।
মঙ্গলবার বিকালে কাকলিদের বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করে শিশুর লাশ খুঁজে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাকলির খালা ফাহিমা বেগমকে আটক করেছে। আটক ফাহিমা বেগম একই এলাকার মালেক সরদারের স্ত্রী।
নিহত শিশুর দাদা আবু আকন বলেন, শিশুটিকে ওর নানা বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। তারা আরিফ ও কাকলির প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি। ওই শিশুকে হত্যা করে পুনরায় কাকলিকে অন্যত্র বিয়ে দেয়ার জন্যই পথের কাটা দূর করতে শিশুটিকে হত্যা করেছে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১০