গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেছেন, 'লীজের নামে অবৈধ দখলকারীদের সাথে কোন আপোষ নেই। টঙ্গী পৌরসভা কিংবা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বেশ কিছু ব্যবসায়ী ৩০/৫০ ফিট জায়গা লীজ নিয়ে শত শত ফিট জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। এসব জায়গায় গড়ে ওঠা স্থাপনা সরিয়ে ফেলুন।'
মঙ্গলবার সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় শহীদ সুন্দর আলী রোডের আরসিসি রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, 'সিটি কর্পোরেশন এর জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবসা বানিজ্য করা ঠিক নয়। নগীরর রাস্তা উন্নয়নে রাস্তার পাশে যে সব অবৈধ স্থাপনা রয়েছে তা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নগরীর উন্নয়নকাজে সহযোগীতা করুন। এই নগর আমার আপনার সবার। তাই মানুষের প্রত্যাশা পুরনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।'
এসময় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের এমডি মতিউর রহমানের সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব দেন আওয়ামী লীগ নেতা মো. মনির আহমেদ, কাউন্সিলর মো. আবুল হোসেন, মো. সেলিম হোসেন, ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি মো. জালাল উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটু, আব্দুল আলীম, যুবলীগ নেতা মো. সোলাইমান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১২