টাঙ্গাইলের মির্জাপুরে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সভাপতিত্বে নবান্ন উৎসবের আলোচনায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
এসময় আলোচনায় আরও অংশ নেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাজ্জল হোসেন দুলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে মুক্তির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নবান্ন উৎসবে নানা ধরনের পিঠা তৈরি করে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৪