বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ বিএনপি সভাপতি আমিরুল চকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে উপজেলা সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি।
এদিকে, হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির এই নেতাকে নিয়ে মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের মধ্যে আমিরুল চকদারই প্রথম কোনো রাজনৈতিক দলের নেতা।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব