নড়াইলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি লিটন কাজীকে (৩৫) ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিটন কাজী ওই গ্রামের কেরামত কাজীর ছেলে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন কাজী মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি। এতদিন সে পলাতক ছিল। আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬