চাঁপাইনবাবগঞ্জে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন না করার দাবি জানিয়েছে গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটি। আজ দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াহিদ আলী মোসলেহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজায় আমসহ ৪ ফসলী জমি (২৫ একর জমি) অধিগ্রহণ করে সেখানে ৫৯ রহনপুর বিজিবি ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু ওই জমি অধিগ্রহণ করা হলে কৃষি জমি নষ্ট হবে। কারণ সেখানে ৩ হাজার মণ ধান, আটশ’ মণ রবি শষ্য এবং আড়াই হাজার মণ আম উৎপাদন হয়।
এছাড়া ওই জমির ভেতর দিয়ে আশপাশের আরও ৭৫ একর জমির সেচ দেয়ার জন্য ক্যানেল রয়েছে। তাই ওই ১৫ বিঘা জমি ছাড়াও আরও ৭৫ বিঘা জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া ওই জমির ওপর নির্ভরশীল প্রায় ৫০টি কৃষক পরিবার পথে বসবে। তাই ওই জমি অধিগ্রহণ না করে পতিত জমি অধিগ্রহণ করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার কৃষকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কৃষক আবু বাক্কার, জসিম উদ্দিন, আব্দুল জাব্বার, বশির উদ্দিন, জুয়েলসহ অন্যরা।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-০৯