নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুস্থ
ওই শিশুর বাবা জসীম উদ্দিন জানান, আমার মেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দরকারি জিনিস কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে একই গ্রামের সবুজ নামের এক বখাটে ফুসলিয়ে তাকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং স্বজনদের জানায়।
এরপর বাবা জসীম উদ্দিন রাতে অসুস্থ শিশুটিকে নিয়ে বেগমগঞ্জ থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সাজিদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব