লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। মঙ্গলবার রাতে ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইব্রাহীম মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় গৃহবধূ খুরশিদা বেগম (৪৫) ও জেসমিনকে (২৫) ব্যাপক মারধর করা হয়। পরে গুরুতর আহত গৃহবধূ খুরশিদা বেগমকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রবাসীর বাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ১০-১২ জন মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে একরুমে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ব্যাপক মারধর করেন। পরে ডাকাতরা ওয়ারড্রব ও ষ্টিলের আলমারী ভেঙ্গে প্রায় ১২ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ৩টি মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে ডাকাতদল তাদেরকে মারধর করে এবং ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-১২